পপুলার২৪নিউজ ডেস্ক:
মাত্র চার মিনিটের ব্যবধানে এক ব্রিটিশ দম্পতি মারা গেছেন। এর মধ্য দিয়ে অবসান হল ৭০ বছরের দাম্পত্য জীবনের।
সম্প্রতি যুক্তরাজ্যের এক ডে-কেয়ার সেন্টারে ৯৩ বছর বয়সে স্বামী উইলফ রাসেলের মৃত্যু হয়। এর চার মিনিট পর ৯১ বছর বয়সে স্ত্রী ভেরা রাসেল স্থানীয় এক হাসপাতালে মারা যান।
এই দম্পতির নাতনি স্টিফেনি ওয়েলস বলেন, সম্প্রতি দাদার স্মৃতিভ্রম হয়। এতে তিনি দাদুকে চিন্তে পারছিলেন না। তখন দাদু অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।
গেল বুধবার ভোর ৬টা ৫০ মিনিটের দিকে উইংস্টোনের মাগনা কেয়ার হোমে প্রথমে দাদা মারা যান। এর ঠিক চার মিনিট পরে স্থানীয় লিচেস্টার রয়্যাল ইনফর্মারিতে চিকিৎসাধীন দাদুও মৃত্যুবরণ করেন।
মৃত্যুর আগে দাদু খুব কষ্ট পেয়েছেন বলে জানান স্টিফেনি। তার ভাষ্যে, স্মৃতিভ্রংশের পর দাদা দাদুকে চিনতে না পারায় তিনি খুব কষ্ট পান। তবে মৃত্যুর আগে দাদু বলে যান তারা একটি নিখুঁত দম্পতি ছিলেন।
৭০ বছর আগে উইলফ এবং ভেরা রাসেল বিয়ে করেন। তাদের প্রথম সাক্ষাৎ হয় যখন উইলফ ১৮ এবং ভেরা ১৬ বছর বয়সী।
ওই সময়েই দু’জনের বাগদান সম্পন্ন হয়। পরে উইলফ রয়্যাল এয়ারফোর্সের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালে উত্তর আফ্রিকা ও ইতালিতে কাজ করতে যান। যুদ্ধ শেষে বাড়ি ফিরে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন।