পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সৌদি আরবের জেদ্দার অভিমুখে ৪১৯ যাত্রী নিয়ে বিমান উড়ালের মধ্য দিয়ে চলতি বছরের হজ যাত্রা শুরু হয়েছে। হজের শেষ ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে আগামী ১৫ আগস্ট।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন, শনিবার সকাল ৭টা ৫২ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে রওনা হয়েছে।
সৌদির সঙ্গে চুক্তি অনুসারে বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৬ হাজার ১৯৮ জন হজ করতে পারছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন যাবেন।
তিনি বলেন, আজ তিনটি ডেডিকেটেড ফ্লাইট ও একটি শিডিউলড ফ্লাইট জেদ্দা যাবে।
শাকিল মেরাজ বলেন, চলতি বছর সৌদি আরব সরকার নির্ধারিত ফ্লাইটের বাইরে অতিরিক্ত কোনো হজ ফ্লাইট পরিচালনার অনুমতি দেবে না।
গত ১১ জুলাই আশকোনায় হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ আগস্ট হজের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর তা শেষ হবে।