৪০তম বিসিএস প্রিলিমিনারির আসন বিন্যাস প্রকাশ

৪০তম বিসিএসের প্রিলিমিনারি আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার দুপুরে পিএসসির ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে। ৩ মে (শুক্রবার) ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সকাল ৮ টা ৩০ থেকে ৯টা ২৫ এর মধ্যে আসন গ্রহণ করতে হবে। রাজধানী ঢাকা ছাড়াও রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, রংপুর ও সিলেটের বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা নেয়া হবে।

পরীক্ষার হলে ক্যালকুলেটর ও ঘড়ি নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার হলে হলে সময় দেখার জন্য ঘড়ি থাকবে। পরীক্ষার হলে ঘড়ি, মানিব্যাগ, মোবাইল, ক্রেডিট কার্ডসহ সব প্রকার ইলেকট্রনিকস ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। এসব পাওয়া গেলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে বলে জানায় পিএসসি।

অতীতের সব রেকর্ড ভেঙে ৪০তম বিসিএসে আবেদন করেছেন চার লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসের মাধ্যমে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পিএসসি।

পূর্ববর্তী নিবন্ধফখরুল ছাড়া বিএনপির সব এমপিই শপথ নিলেন
পরবর্তী নিবন্ধএফবিসিসিআইয়ের নতুন সভাপতি শেখ ফজলে ফাহিম