চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযানে তিন হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বড় দারোগারহাট ও পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- টেকনাফের লোদা আলীখালীর ২৫ নম্বর ক্যাম্পের দ্বীন মোহাম্মদের মেয়ে হামিদা বেগম ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপইথ ইউনিয়নের আগুনশাইল গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে বদিউল আলম।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবার চালান যাচ্ছে- এমন সংবাদে বড় দারোগারহাট বাস স্টপেজে গাড়ি থামিয়ে যাত্রীদের তল্লাশি চালানো হয়। ওই সময় গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে রোহিঙ্গা নারী হামিদা বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দেড় হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি।
অপরদিকে, একই সময়ে অপর একটি অভিযানে পৌর বাসস্ট্যান্ড থেকে দেড় হাজার ইয়াবাসহ বদিউল আলমকে আটক করা হয়। ইয়াবার চালান নিয়ে কুমিল্লা যাচ্ছিলেন বলে আটকের পর জিজ্ঞাসাবাদে জানান তিনি।
মামলার পর শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।