৩ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
30মানবতাবিরোধী অপরাধ মামলায় নেত্রকোনার তিন রাজাকারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে এই মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ৭ মার্চ ধার্য করা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আদেশ দেয়।

আসামিরা হলেন-শান্তি কমিটির সদস্য ও রাজাকার হেদায়েত উল্লাহ ওরফে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০), রাজাকার এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) ও রাজাকার সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী (৮৮)। এদের মধ্যে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু পলাতক আছেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নী। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা। এর আগে গত বছরের ৮ সেপ্টেম্বর এই তিন রাজাকারের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা। তিন রাজাকারের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যা‌তন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা ও দেশত্যাগে বাধ্যকরণের মতো অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাইবান্ধায় শিবির নেতাসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধসোহরাওয়ার্দীতে আ’লীগ নেতাকর্মীদের ঢল