নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ থেকে দেশে তাপপ্রবাহ বইছে। এর মাঝে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। আজও দেশের ৩ বিভাগ ও ৬ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, এখন তাপপ্রবাহ হলেও গত কয়েকদিনের তুলনায় প্রখরতা কমেছে। তাপমাত্রা কিছুটা কমছে। উত্তরাঞ্চলে এটি স্বাভাবিক। আগামী কয়েকদিনে তাপপ্রবাহের আওতা বাড়া-কমার অবস্থার মধ্যে থাকবে।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসময় সারাদেশ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, শনিবার থেকে দেশের দিনাজপুর, সৈয়দপুর, ফেনী, মৌলভীবাজার, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আগামীকাল সোমবার দেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশে বিচ্ছিন্নভাবে এখন ঝড়-বৃষ্টি হচ্ছে। আগামী ৯ এপ্রিলের পর সারাদেশেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।