৩ উইকেট হারিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে রাজশাহী

পপুলার২৪নিউজ ডেস্ক:
টসে জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না তাই প্রমাণ করলেন খুলনা টাইটানসের পাকিস্তানি বোলার জুনায়েদ খান।

দলীয় ৬ রানের মাথায় রাজশাহীর নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুমিনুল হক ও ডেনিয়েল বেল ড্রুমন্ডকে ফিরিয়ে দেন তিনি।

আর ২১ রানের মাথায় জাকির হাসানকে ফিরিয়ে রাজশাহীকে চাপে ফেলে দেন খুলনার আবু জায়েদ।

শুরুর দিকে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বেশ ভালোই বিপাকে পড়ে রাজশাহী।

কিন্তু এ অবস্থা থেকে দলকে ভালো স্কোর গড়তে মাঠে মারমুখী রূপ ধারণ করেছেন ওপেনার ডোয়াইন স্মিথ। মুশফিকুর রহিমকে সঙ্গী করে তিনি ভালোই ব্যাট ঘুরাচ্ছেন।

এ দুই ব্যাটসম্যানের কল্যাণে ১০ ওভার শেষে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকা রাজশাহীর সংগ্রহ ৩ উইকেটে ৯৭ রান। মুশফিকুর রহিম ২৭ ও ওপেনার ডোয়াইন স্মিথ ৬২ রানে ক্রিজে রয়েছেন।

এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা খুলনা।

আজকের ম্যাচটি খুলনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচ জিতে সুপার ফোরের স্থানটিকে আরও পাকাপোক্ত করতে চায় দলটি।

খুলনার জন্য বড় অনুপ্রেরণা শেষ ম্যাচে তারা চিটাগংকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে।

অন্যদিকে গতবারের রানার্সআপ রাজশাহী কিংস পয়েন্ট টেবিলের তলানি থেকে উঠে আসার লড়াই করছে।

 

পূর্ববর্তী নিবন্ধপদত্যাগ করলেন রংপুর সিটি মেয়র ঝন্টু
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু