৩৮ টাকায় চাল ও ২৬ টাকা কেজি দরে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩৮ টাকা কেজিতে চাল ও ২৬ টাকা কেজিতে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আতপ চাল ৩৭ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে। তবে এবার অভ্যন্তরীণভাবে গম সংগ্রহ করা হবে না। কৃষকদের কাছ থেকে সরাসরি এসব ধান ও চাল কিনবে সরকার।

রোববার সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এবার মোট আট লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার। এছাড়া দেড় লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবাজারে ওয়ালটনের বৈচিত্র্যময় শতাধিক মডেলের ফ্রিজ
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার এক্সরে রিপোর্ট কারা কর্তৃপক্ষকে হস্তান্তর