বিনোদন ডেস্ক
বিগ বসে অংশ নেওয়ার পর পরিচিতি পান আজাজ খান। এরপর তাকে আরও বেশ কিছু রিয়েলিটি শোতে দেখা গেছে। যদিও ২০২১ সালে একটি মাদক মামলায় গ্রেপ্তার হন আজাজ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জেলে থাকার সময়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। যেখানে উঠে এসেছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের কথা।
আজাজ জানান, তারা একসঙ্গে মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছিলেন। সেখানে একাধিক বিপদের সম্মুখীন হয়েছিলেন শাহরুখপুত্র। আর সেসব বিপদের হাত থেকে আরিয়ানকে নাকি বাঁচিয়েছেন তিনি।
আজাজ খানকে ২০২১ সালে গ্রেপ্তারের পর যেই জেলে রাখা হয় সেখানে আরিয়ান খানও ছিলেন। তিনি জানান, এমন পরিবেশে খুব শোচনীয় অবস্থার মধ্যে ছিলেন আরিয়ান। ৩৫০০ হাজার আসামি ছিল ওখানে, তাদের মধ্যে থাকার অর্থ কোনও নিরাপত্তা না রাখা।
সেই সময়ের স্মৃতি হাতড়ে আজাজ বলেন, ‘ওই সময় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও জেলে ছিল। আমি ওকে সাহায্য করেছি। খাবারের পানি, সিগারেট পাঠাতাম। জেলে বসে এটুকুই কারও জন্য করা যায়। আমি ওকে গুণ্ডা মাফিয়াদের হাত থেকেও বাঁচিয়েছি। কারণ ও দারুণ বিপদে ছিল।’
এ বিষয়ে জানিয়ে রাখা ভালো, একটি মাদক মামলায় আরিয়ান খানকে কাস্টডিতে নেওয়া হয়েছিল। ২৬ দিন জেলে থাকার পর ২০২১ সালের ২৮ অক্টোবর জামিন পান তিনি।
তবে আজিজ খান যে দাবিগুলো করেছেন সে বিষয়ে এখনও নিজের কোনও মতামত বা বক্তব্য জানাননি আরিয়ান খান। আগামীতে তার পরিচালিত প্রথম সিরিজ মুক্তি পেতে চলেছে। আপাতত সেটা নিয়েই যত ব্যস্ততা শাহরুখপুত্রের।