৩১ মে থেকে অফিস খুলছে, বিকেল ৪টার মধ্যে বন্ধ দোকান-শপিংমল

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস (কাভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি আগামী ৩০ মে শেষ হচ্ছে। ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিতভাবে খুলছে সরকারি-বেসরকারি অফিস। একই সঙ্গে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু হবে ওইদিন থেকে।

স্বাস্থ্যবিধি মেলে দোকান-পাট, শপিংমলগুলো চালু থাকবে তবে তা বিকেল ৪টার মধ্যেই বন্ধ করতে হবে। বৃহস্পতিবার (২৮ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনার প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, হাটবাজার, দোকান-পাটে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। হাটবাজার, দোকান-পাট এবং শপিংমলগুলো আবশ্যিকভাবে বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধউইঘুর নির্যাতন: চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল ট্রাম্পের টেবিলে
পরবর্তী নিবন্ধ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু