৩১ জুলাই পর্যন্ত বিলম্ব মাশুল ছাড়াই বিদ্যুৎবিল পরিশোধের সুযোগ

পপুলার২৪নিউজ ডেস্ক:বিদ্যুতের আবাসিক গ্রাহকরা ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বকেয়া বিদ্যুৎ বিল কোনোপ্রকার বিলম্ব মাশুল ছাড়াই ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ বিষয়ে আদেশ জারি করেছে।

এর আগে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে বিলম্ব মাশুল ছাড়া বিদ্যুতের আবাসিক গ্রাহকদের বকেয়া বিল পরিশোধে সময় বেধে দেয়া হয় ৩০ জুন পর্যন্ত। এই সময়ে বকেয়া বিল পরিশোধ ৫ শতাংশ বিলম্ব ফি মওকুফ করা হয়।

কিন্তু ভুতুড়ে বিলের কারণে অনেকেই এই সময়ে বকেয়া বিল পরিশোধ করতে পারেননি। এখন আগামী ৩১ জুলাই পর্যন্ত ৫ শতাংশ বিলম্ব মাশুল ছাড়াই বিল পরিশোধ করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধফাহিম হত্যায় সাবেক ব্যক্তিগত সহকারী গ্রেফতার
পরবর্তী নিবন্ধপ্রণোদনা বিতরণে অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপকদের সাথে এমডির ভার্চুয়াল মিটিং