রাজু আনোয়ার:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সারাদেশে ৪৪টি প্রদর্শনী সম্পন্ন হয়েছে শূন্যন রেপার্টরি থিয়েটারের নাটক ‘লাল জমিন’। এবার এ নাটকের আরও ৩০টি প্রদর্শনীর জন্য অনুদান দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
গত অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় লালজমিনের ৪৪টি প্রদর্শনীর জন্য অনুদান প্রদান করেছিল। তারই ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও লালজমিনের পাশে এসে দাঁড়িয়েছে তারা। এ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে দেশের বিভিন্ন জেলা,উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে লালজমিনের আরও ৩০টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে শূণ্যন রেপার্টরি থিয়েটারের প্রযোজনায় মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক লালজমিন এর ১৭৪তম প্রদর্শনী আজ ৮ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে রাজধানীর বেইলী বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে।
প্রসঙ্গত, লালজমিন মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের শিল্পীত প্রয়াস। মহান মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ, অবদান ও ত্যাগ নাটকটির ক্যানভাসে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশিষ্ট অভিনেত্রী মোমেনা চৌধুরীর একক অভিনয়ে মান্নান হীরার রচনায় লাল জমিনের নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।