৩০০ শিল্পীকে শিল্পী সমিতির ঈদ উপহার

রাজু আনোয়ার: দুস্থ ও অসহায় শিল্পীদের মাঝে এবারের ঈদেও বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিএফডিসি’র শিল্পী সমিতির কার্যালয়ে প্রায় ৩০০ দুঃস্থ শিল্পীর হাতে এসব তুলে দেওয়া হয়।
গণমাধ্যমকে বিষয়টি জানিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, শিল্পীদের সার্বিক এই ঈদ উপহার প্রদানে বিশেষ সহায়তা করেছেন চিত্রনায়িকা নিপুণ ও অভিনেত্রী শিল্পী। মানবিক এই সহায়তায় এগিয়ে আসার জন্য চিত্রনায়িকা নিপুণ ও অভিনেত্রী শিল্পীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দ।
জায়েদ খান বলেন, ‘ঈদে যাতে এফডিসির জুনিয়র ও দুঃস্থ শিল্পীরা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে এজন্য আমরা ১৪৯জন শিল্পীকে বস্ত্র উপহার দিয়েছি। এছাড়াও শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ সব মিলিয়ে আমরা প্রায় ৩০০ শিল্পীর হাতে ঈদ উপহার তুলে দিয়েছি।’
তিনি বলেন, শিল্পী সমিতি সবসময় চলচ্চিত্রের শিল্পীদের কল্যাণকর ও মঙ্গলময় কাজ করে যাবে। যতদিন সংগঠনের সাথে যুক্ত আছি ততদিন শিল্পীদের কল্যাণে এভাবেই কাজ করে যেতে চাই।’

 

পূর্ববর্তী নিবন্ধজাপানের পথে প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধঈদে বন্যার ‘গানের ঝরনাতলায় এবং ‘তিন কবির গান’