২ বছরের কারাদণ্ডের বিধান রেখে বালাইনাশক আইন অনুমোদন

পপুলার২৪নিউজ ডেস্ক:
সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রেখে বালাইনাশক আইন-২০১৭ অনুমোদন করেছে মন্ত্রিসভা।

এ ছাড়া ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে অন্তর্ভুক্তির প্রস্তাবও অনুমোদন করা হয়।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

উল্লেখ্য, পেসটিসাইড অর্ডিনেন্স ১৯৭১-কে পরিবর্তন করে বালাইনাশক আইন-২০১৭ প্রণয়ন করা হয়েছে। গত ১৯ মার্চ কিছু পর্যবেক্ষণসহ আইনটি নীতিগতভাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা।

সোমবার চূড়ান্ত অনুমোদন পাওয়া আইনটিতে ৩৬টি ধারা করা হয়েছে।।

 

পূর্ববর্তী নিবন্ধসরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা সংরক্ষণের নির্দেশ
পরবর্তী নিবন্ধইইউ কমিশনার কক্সবাজার যাচ্ছেন আজ