২ দিনে ঐশ্বরিয়ার সিনেমার আয় ১৪০ কোটি

বিনোদন ডেস্ক : মনি রত্নম পরিচালিত আলোচিত সিনেমা ‘পোনিয়িন সেলভান: টু’। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের এক উত্তাল সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে তামিল ভাষার এই সিনেমা। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়।

গত ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে ‘পোনিয়িন সেলভান: টু’। সিনেমাটির প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টও মুক্তির প্রথম দিনে দারুণ সাড়া ফেলে। আর দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে শতকোটি টাকার বেশি।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী (শুধু ভারতে ৩২ কোটি রুপি) আয় করেছে ৬৪.১৪ কোটি রুপি, দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী (শুধু ভারতে ৫৭.৯ কোটি রুপি) আয় করেছে ৪৫.৪৬ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ১০৯.৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৪৫ কোটি টাকার বেশি।

৫০০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করেছেন— বিক্রম, তৃষা কৃষ্ণান, জয়ম রবি, কার্থি প্রমুখ।

 

পূর্ববর্তী নিবন্ধটাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
পরবর্তী নিবন্ধহাওরে ৯০ শতাংশ ধান কাটা শেষ: কৃষিমন্ত্রী