২৯ মার্চ মিরপুরে এ আর রহমানের কনসার্ট, থাকবে ১৪ হাজার দর্শক

স্পোর্টস ডেস্ক : মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৯ মার্চ হবে এ আর রহমানের কনসার্ট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অস্কারজয়ী সংগীতশিল্পীকে নিয়ে ২০২০ সালের মার্চে এই কনসার্টটি আয়োজন করার কথা ছিল বিসিবির। সঙ্গে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও ছিল।

দুই বছর পর হলেও সেই উৎসবের একাংশ আলোর মুখ দেখতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থতিতে ১৪-১৫ হাজার দর্শক নিয়ে আয়োজন হবে কনসার্টটি। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এ আর রহমান। তার সাথে পারফর্ম করবেন দেশি-বিদেশি অন্য তারকারা। বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বৃহস্পতিবার বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা গত দুই বছর আমাদের সকল টুর্নামেন্টের নামকরণ করেছি বঙ্গবন্ধুর নামে। ২৯ মার্চ এ আর রহমানের কনসার্ট দিয়ে আমাদের কার্যক্রম শেষ হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদনও পেয়েছি, তার উপস্থিতিতেই কনসার্টটি আয়োজন হবে।’

সাধারণ দর্শকরা টিকিট কেটে এই কনসার্ট উপভোগ করতে পারবেন বলে জানালেন ইসমাইল হায়দার মল্লিক, ‘কনসার্টে বিভিন্ন ক্লাব, অফিসিয়ালসহ বিসিবির অন্য স্টেক হোল্ডাররা থাকবেন। এর বাইরে সাধারণ দর্শকদের জন্যও ব্যবস্থা থাকবে। আশা করছি ১৪-১৫ হাজার দর্শক থাকবে। খেলার মাঠ বলে পুরোটা নেওয়া যাচ্ছে না। মাঠ ছাড়াও গ্র‍্যান্ড স্ট্যান্ড ও ক্লাব হাউজেও থাকবে। প্লাটিনাম, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ চার ক্যাটাগরিতে টিকিট রাখা হচ্ছে।’

পূর্ববর্তী নিবন্ধ“মুকসুদপুর থানা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে মসজিদে দোয়া মাহফিল”
পরবর্তী নিবন্ধটানা তৃতীয় দিন করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ