২৯ পৌরসভায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিজস্ব ডেস্ক

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ২৯ পৌরসভায় ভোট গ্রহণ শেষ হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হয়েছে। এখন চলছে ভোট গণনা।

এদিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ার ৫ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্র এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রশাসনের সহযোগিতায় ভোট দেওয়াসহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেন মহেশপুর পৌরসভার বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু। এছাড়া ভোট বর্জনের ঘোষণা দেন নীলফামারী পৌরসভার জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুল আলম।

যেসব পৌরসভায় ভোট গ্রহণ হয়েছে : চট্টগ্রামের মিরসরাই, বারইয়ারহাট ও রাঙ্গুনিয়া; লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ সদর, জামালপুর সদর, মাদারগঞ্জ ও ইসলামপুর; রাজশাহীর দুর্গাপুর ও চারঘাট; বগুড়া সদর, মানিকগঞ্জের সিঙ্গাইর, কিশোরগঞ্জের ভৈরব, ভোলার সদর ও চরফ্যাশন; চাঁদপুরের শাহরাস্তি ও মতলব; যশোরের কেশবপুর, নীলফামারীর সৈয়দপুর, মাদারীপুর সদর ও শিবচর; রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর; জয়পুরহাট সদর, ময়মনসিংহের নান্দাইল ও গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায়।

 

 

পূর্ববর্তী নিবন্ধ৩ পার্বত্য জেলায় পুলিশ মোতায়েন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধওয়ালটনের ইনভার্না এসিতে ঘন্টায় বিদ্যুৎ খরচ ২.৮৮ টাকা