২৭ বছর পর ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর

বিনোদন ডেস্ক : দীর্ঘ ২৭ বছর পর আবারও ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। ৭১তম মিস ওয়ার্ল্ড বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে। সব ধরনের আয়োজনও করবে ভারত। প্রায় ২৭ বছর পরে আবারও এ সুন্দর মুহূর্তের সাক্ষী থাকবে দেশটি। বৃহস্পতিবার (৮ জুন) দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে ঘোষণা করা হয়।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অর্গানাইজেশনের চেয়ারপারসন এবং সিইও জুলিয়া মোর্লে বলেছেন, ‘৭১তম মিস ওয়ার্ল্ড ফাইনাল ভারতে অনুষ্ঠিত হবে। এবারে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার সমস্ত আয়োজন করবে ভারত’। ভারত এমন একটি দেশ যা ছয়বার মিস ওয়ার্ল্ডের শিরোপা জিতেছে।

১৯৬৬ সাল থেকে ভারতীয় সুন্দরীরা বিশ্বসুন্দরীর মুকুট পরেছেন। ১৯৬৬ সালে ভারতীয় মিস ওয়ার্ল্ড বিজয়ী ছিলেন রীতা ফারিয়া। ১৯৮৮ সালে ঐশ্বরিয়া রাই, ১৯৯৭ সালে ডায়ানা হেডেন, ১৯৯৯ সালে যুক্তামুখী, ২০০০ সালে জেতেন প্রিয়াঙ্কা চোপড়া এবং ২০১৭ সালের বিজয়ী মানুষী চিল্লার।

এবারের প্রতিযোগিতায় ১৩০ জন জাতীয় চ্যাম্পিয়ন তাদের নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। তারা সবাই এক মাস এখানে থাকবেন। ভারতের নানা জায়গা ঘুরে দেখার সুযোগও দেওয়া হবে তাদের। পরিচয় করানো হবে ভারতীয় সংস্কৃতির সঙ্গে।

 

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে মৌসুমসেরা একাদশে নেই ক্রিস্টিয়ানো রোনালদো
পরবর্তী নিবন্ধবিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু, স্প্রে ম্যান কারাগারে