২৫ থেকে ৩১ পর্যন্ত সারা দেশে কাপড়ের দোকান বন্ধ

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের কারণে ২৫ থেকে ৩১ মার্চ সারা দেশের কাপড়ের মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন দোকান মালিকরা।

রোববার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, আমরা ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপার মার্কেটের সকল কাপড়ের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্তের ফলে শুধু কাপড়ের দোকান বন্ধ থাকবে।

কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসমুহের দোকান এই সময়ে খোলা থাকবে। সমিতির পক্ষ থেকে এসব পণ্যের দাম না বাড়াতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করা হয়েছে।

এ সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, এখন কাপড়ের মার্কেটে ক্রেতা আসে না। আমাদের লোকজনও (কর্মী) আসতে চাই না। এতে আমাদের অপারেটিং কস্ট বেড়ে যাচ্ছে। এ কারণে আমরা আপাতত ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত কাপড়ের মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধতিন মাসের জন্য রিজেন্ট এয়ারওয়েজ বন্ধ
পরবর্তী নিবন্ধকারখানা বন্ধ হলে করোনা ছড়াবে সারাদেশে : প্রতিমন্ত্রী