পপুলার২৪নিউজ ডেস্ক:
একসময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন সানি দেওল। তার কাছে শাহরুখ, আমির ও সালমানরা কিছুই ছিলেন না।
শাহরুখ খান যখন বলিউডে আসেন তখন চলছিল সানি দেওলের রাজত্ব।
দুজনে মিলে একটি হিট সিনেমাও উপহার দিয়েছিলেন। নাম ‘ডর’। আর এই সিনেমার পর থেকেই দুজনের কথা বলা বন্ধ।
১৯৯৩ সালের কথা। যখন মুক্তি পেয়েছিল ‘ডর’ সিনেমা।
সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন সানি। অন্যদিকে ভিলেনের চরিত্রে দেখা যায় শাহরুখ খানকে।
হিরোর কাছে ছবির ভিলেন বেদম মার খাবে-এটিই তো নব্বইয়ের দশকের বেশিরভাগ ছবিতে দেখা যেত।
যশ চোপড়া পরিচালিত সাইকোলজিক্যাল রোমান্টিক থ্রিলার ডর সিনেমাতেও এর ব্যতিক্রম হয়নি।
শোনা যায়, যশ চোপড়া নাকি সানি দেওলকে সরাসরি সুযোগ দিয়েছিলেন নিজের পছন্দের চরিত্র বেছে নেয়ার। মানে, ডর ছবিতে সানি নায়ক না ভিলেনের চরিত্রে থাকবেন তা ঠিক করেছিলেন সানি নিজেই।
সানি বেছেছিলেন হিরোর চরিত্র। আর শাহরুখ হাতে চাঁদ পাওয়ার মতো লুফে নিয়েছিলেন ছবির ভিলেনের চরিত্র।
ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায়, ভিলেনের এই চরিত্রে অভিনয়ের সুযোগ নাকি ছেড়ে দিয়েছিলেন আমির খান, অজয় দেবগণরা।
ছবির চিত্রনাট্য অনুযায়ী, ডরের ভিলেনই কিন্তু আসল নায়ক। ডর সুপারহিট হওয়ার পর শাহরুখ তার অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা পেয়েছিলেন। আর সেই থেকেই নাকি বলিউডের ‘বাদশা’র সঙ্গে কথা বন্ধ সানি দেওলের।
শোনা যায়, সানি দেওল নাকি নিজেকে প্রতারিত বলে মনে করেছিলেন সেই সময়। ঘনিষ্ঠমহলে এ কথা বলেও ছিলেন তিনি।
শোনা যায়, সানি নাকি তখনই ঠিক করেছিলেন যশ চোপড়ার সঙ্গে তিনি আর কোনোদিন কাজ করবেন না।
সম্প্রতি ইন্ডিয়া টিভির একটি সাক্ষাৎকারে সানি বলেছেন, দর্শক আমাকে যথেষ্ট ভালোবেসেছিলেন ডর-এ। দর্শক শাহরুখকেও প্রশংসা করেছিলেন। আমার বক্তব্য একটিই- আমাকে জানানো হয়নি ছবিটিতে ভিলেনের চরিত্রকে বেশি গুরুত্ব দিয়ে দেখানো হবে।
যদিও সানি কোনোদিন শাহরুখের বিরুদ্ধে অভিযোগ করেননি। তবে ডরের পর এ দুই তারকা কোনোদিন একসঙ্গে কাজও করেননি।
বলিউডের কোনো অনুষ্ঠান, কোনো পার্টিতেও কিন্তু সানি ও শাহরুখকে একসঙ্গে খুব একটা দেখাও যায় না।
তবে কয়েক দিন আগে সানি দেওল তার ছেলে কর্ণের বলিউড অভিষেকের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন।
শাহরুখ শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন- অল দ্য বেস্ট পাপা। ও তোমার মতোই ভদ্র ও সাহসী।
সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।