২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৭৫ জন।

শনিবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী। তারা ৩ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৮৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৪৬৯ জন।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধবিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি আওয়ামী লীগের
পরবর্তী নিবন্ধসরকারি অব্যবহৃত জমি জ্বালানি খাতে ব্যবহার করা হবে: উপদেষ্টা