পপুলার২৪নিউজ ডেস্ক:
বিতর্ক তার পিছু ছাড়ে না ঠিক, কিন্তু এর মধ্যেও বোলিংয়ের ধার ঠিকই ধরে রেখেছেন পেসার রুবেল হোসেন।
রোববার মাউন্ট মাঙ্গানুইতে শেষ টি ২০-তে প্রথম ওভারে ৬ রান দিলেও পরের ওভারে জোড়া আঘাত হানেন এই ডান-হাতি পেসার। পরে পেয়েছেন আরও এক উইকেট।
তার বোলিংয়েই মূলত স্বাগতিক নিউজিল্যান্ড ৪১ রানে প্রথমসারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে।
সফরের প্রথম টি ২০ ম্যাচে এক উইকেট পেলেও রুবেল রান খরচা করেছিলেন ৩৭টি। অবশ্য ১৪২ রান তাড়ায় কিউইদের উইকেট পড়েছিল চারটি, যার একটি রানআউট। বাকি দুটি নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।
পরের ম্যাচে নিজেকে কিছুটা ফিরে পান রুবেল। দল হারলেও ৩৭ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার তিনি। আর শেষ ম্যাচে এসে নিজেকে পরিপূর্ণভাবে মেলে ধরেছেন রুবেল।
এখন পর্যন্ত দুই ওভারে মাত্র ৭ রানে নিয়েছেন ২ উইকেট। দলীয় ৩৪ রানে জেমস নিশামকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। একই ওভারের শেষ বলে গত ম্যাচের সেঞ্চুরিয়ান কলিন মানরোকে রুবেল ফেরান সৌম্য সরকারের তালুবন্দি করে। শেষ দুই ওভারে ২৪ রান দিলেও কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে সরাসরি বোল্ড করেন তিনি।
বলা চলে সফরে এখন পর্যন্ত ৭ উইকেট নিয়ে বাংলাদেশ দলের সফল বোলার রুবেল হোসেন। অথচ নিউজিল্যান্ড সফরের ২২ সদস্যের প্রাথমকি দলেই ছিলেন না এই পেসার!