পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারত সফরের দ্বিতীয় আজ শনিবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যস্ত দিনের গুরুত্বপূর্ণ এ বৈঠক এক ঘণ্টারও বেশি সময় স্থায়ী হয়।
বৈঠক শেষে ২২টি চুক্তি সই হয়েছে। পাশাপাশি বিচারসংক্রান্ত, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, লাইন অব ক্রেডিট, উপকূলীয় অঞ্চলে নৌ-চলাচলসংক্রান্ত ৪টি সমঝোতা স্মারক সই হয়েছে দুই দেশের মধ্যে। এ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর হিন্দি সংস্করণ উন্মোচন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। এরপর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ বিবৃতিতে দেন।
দুপুরেই সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন মোদি। এদিকে, বিকালেই মহান মু্ক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেখানে মুক্তিযুদ্ধে নিহত ৭ শহীদ ভারতীয় সেনা পরিবারকে আনুষ্ঠানিকভাবে সম্মাননাপত্র প্রদান করবেন তিনি।
গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে দিল্লির পালাম স্টেশন বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রটোকল অনুযায়ী ভারতের ভারী শিল্প, পাবলিক অ্যান্ড এন্টারপ্রাইজ মন্ত্রী বাবুল সুপ্রিয়া এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রটোকল ভেঙে শেখ হাসিনাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।