২০ হাজার মামলায় জনতা ব্যাংকের আটকা আছে ৪০ হাজার কোটি টাকা


পপুলার২৪নিউজ প্রতিবেদক : গত কয়েক বছর ধরেই নানা অনিয়ম-দুর্নীতির কারণে এই ব্যাংকটি এখন নাজুক পরিস্থিতিতে রয়েছে। চলতি বছরে মার্চে মাসে জনতা ব্যাংকের ২০ হাজার ৩৮৬ মামলায় আটকা ছিলো ২১ হাজার ২৯০ কোটি টাকা । তা জুনে এসে দাঁড়িয়েছে ৪০ হাজার ৩১ কোটি টাকায় । মার্চ থেকে জুন পর্যন্ত ৩ মাসে বেড়েছে ১৮ হাজার ৭৪১ কোটি টাকা।
সম্প্রতি জনতা ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের ওই তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংকটির অর্থঋণ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলার সংখ্যা ২০ হাজার ৩৮৪টি। এক্ষেত্রে জড়িত অর্থের পরিমাণ ১৩ হাজার ৪৩১ কোটি ৯০ লাখ টাকা। রিট মামলার সংখ্যা হচ্ছে ২০৬টি। এক্ষেত্রে জড়িত অর্থের পরিমাণ ১০ হাজার ১৪৮ কোটি ৮৩ লাখ টাকা। সার্টিফিকেট মামলার সংখ্যা ১৬ হাজার ২৭টি। এক্ষেত্রে জড়িত অর্থের পরিমাণ ৩৭ কোটি ২৯ লাখ টাকা। দেউলিয়া মামলার সংখ্যা ৮টি। এক্ষেত্রে জড়িত অর্থেও পরিমাণ ১০৯ কোটি ৩৮ লাখ টাকা। এ ছাড়া অন্যান্য মামলার সংখ্যা ৮৫৫টি। এক্ষেত্রে জড়িত অর্থের পরিমাণ ১৭ হাজার ৬৭ কোটি ৯১ লাখ টাকা। মামলাগুলোর মধ্যে অর্থঋণ আদালতে মামলা রয়েছে ৩ হাজার ২৪০টি। রিট মামলা ২০৭টি। আপিল ও রিভিশন ২৭০টি এবং কিছু রয়েছে অন্যান্য মামলা।
এ বিষয়ে জনতা ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুছ ছালাম আজাদ বলেন, মামলা কারণে ব্যাংকের খেলাপি ঋণ বেশি মনে হচ্ছে। গ্রাহক কর্তৃক দায়েরকৃত রিটসমূহ ভ্যাকেট করার জন্য নিয়মিত ফলোআপ অব্যাহত আছে। তবে অনেক ক্ষেত্রে রিট ভ্যাকেট করা হলেও গ্রাহক কর্তৃক পুনঃপুন রিট করে সময়ক্ষেপণ করা হয়। তবে চলতি বছরের মধ্যে খেলাপি ঋণ কমে ভালো অবস্থানে চলে আসবে ব্যাংকটি।

 

পূর্ববর্তী নিবন্ধস্থানীয় সরকার ও দুই সিটির সবার সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল
পরবর্তী নিবন্ধঅর্থের অভাবে ঋণ দিতে পারছে না অধিকাংশ ব্যাংক