২০ লাখ লোক ইউক্রেন ছেড়েছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধের দামামায় প্রাণ বাঁচাতে দুই মিলিয়ন বা ২০ লাখেরও বেশি লোক ইউক্রেন ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ কথা বলেন।

এর আগে ফিলিপো গ্রান্ডি ইউক্রেনের পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে দ্রুত-বাড়তে থাকা শরণার্থী সংকট বলে আখ্যায়িত করেছিলেন।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

সামরিক অবকাঠামোর বাইরে রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল। ধ্বংস হয়ে গেছে সামরিক-বেসামরিক বহু অবকাঠামো।

মঙ্গলবার (০৮ মার্চ) যুদ্ধের ১৩তম দিনে বিবিসি জানিয়েছে, ইউক্রেনের শহরগুলোতে ভারী গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রাশিয়ার সেনারা।

পূর্ববর্তী নিবন্ধ​​​​​‘মানবিক করিডোর’ খুলে দেওয়া হয়েছে : রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধকরোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৬