২০ বছরের ঋণ খেলাপি ও অর্থ আত্মসাতকারীদের তালিকা চান হাইকোর্ট

গত ২০ বছরের ব্যাংকিং খাতের ঋণ খেলাপি ও অর্থ আত্মসাতকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ব্যাংকিং খাতের ঋণ খেলাপি ও অর্থ আত্মসাতকারীদের তালিকা তৈরি করতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছেন।

এ সংক্রান্ত একটি রিটের শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া এই খাতে দুর্নীতিরোধে কেন উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন করা হবে না -তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

আইনজীবী মনজিল মোর্শেদ জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধজার্মানি ও আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধজুনেই শেষ হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের কাজ: সেতুমন্ত্রী