২০২৮ ইউরোর আয়োজক যুক্তরাজ্য-আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক : আগেই গুঞ্জন উঠছিল ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ যৌথভাবে হবে যুক্তরাজ্যে ও আয়ারল্যান্ডে, ২০৩২ সালের আসর বসবে ইতালি ও তুরস্কে। সেটিই এবার সত্য হলো।

আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে ২০৩২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য ইতালির সঙ্গে মিলে যৌথভাবে প্রস্তাব দেয় তুরস্ক। একইসঙ্গে ২০২৮ সালের আসর থেকে সরে দাঁড়ায় তারা। এতেই দুই আসরের আয়োজক দেশ প্রায় চূড়ান্ত হয়ে যায়।

উভয় আসরের আয়োজক ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডিতে আগেই নির্ধারণ হয়ে যায়। তবে উয়েফার কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন ছিল, যা হয়েছে মঙ্গলবার।

 

পূর্ববর্তী নিবন্ধমানিকগঞ্জে বাসের ধাক্কায় লেগুনা খাদে, নিহত ৪
পরবর্তী নিবন্ধআইসিসির সেপ্টেম্বর সেরার তালিকায় গিল-সিরাজ-মালান