নিজস্ব প্রতিবেদক
আসছে নতুন বছরে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়াও ৭৬ দিন ছুটি থাকছে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোতে।
২০২৫ সালে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য এ ছুটি ঘোষণা করে সোমবার তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সরকারি মাধ্যমিক অনুবিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, “সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন নিয়েই সরকারি-বেসরকারি স্কুলের ছুটির তালিকা প্রণয়ন করা হয়েছে।”
ছুটির তালিকায় অর্ধবার্ষিক ও দশম শ্রেণির প্রাক নির্বাচনী, একই শ্রেণির নির্বাচনী ও বার্ষিক পরীক্ষা ও ফল প্রকাশের তারিখও ঘোষণা করা হয়েছে।
২৪ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত অর্ধবার্ষিক ও দশম শ্রেণির প্রাক নির্বাচনী পরীক্ষা হবে; ফল প্রকাশ হবে ২৭ জুলাই।
১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা হয়ে ১০ নভেম্বর ফল দেওয়া হবে। আর অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হবে ৩০ ডিসেম্বর।
ছুটির তালিকায় বলা হয়েছে, পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অনুমতি নিতে হবে।
কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে স্কুল ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস ‘যথাযোগ্য মর্যাদায়’ স্কুলে উদযাপন করতে হবে।
গত কয়েক বছরের মত আগামী বছর স্কুলগুলোতে ১৫ অগাস্ট শোক দিবসের ছুটি থাকছে না।