২০২২ সালে অস্ত্রের পরিবর্তে খাদ্যে গুরুত্ব দেবে উ. কোরিয়া: কিম

আন্তজার্তিক ডেস্ক : এবার পরমাণু অস্ত্রের পরিবর্তে খাদ্য উৎপাদন ও জীবনযাত্রার মানোন্নয়নে জোর দেওয়ার কথা বলেছেন তিনি। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কিম বলেছেন, ২০২২ সালে উত্তর কোরিয়ার লক্ষ্য হবে অর্থনৈতিক উন্নয়ন। মানুষের জীবন মান উন্নয়ন করতে হবে, যা এখন ‘জীনব-মৃত্যুর’ মুখোমুখি। কিম বলেছেন, ‘উন্নয়নের গেল দশকে যেসব মৌলিক সমস্যা দেখা দিয়েছে আগামী পাঁচ বছরে সেগুলো অপসারিত করে জনগণকে নিশ্চয়তার দিকে নিয়ে যেতে হবে। জাতীয় পর্যায়ে ও জনগণের জীবন মানে ব্যাপক পরিবর্তন আনতে হবে’।

এই বৈঠকটি যখন অনুষ্ঠিত হয় তখন দেশটি উন্নয়নের ১০ বছর পার করছিল। কিম সাধারণত নতুন বছরকে নতুন ঘোষণার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে থাকেন। কিমের বক্তব্যের পুরোটাই জাতীয় পর্যায়ের বিষয়গুলো নিয়ে ছিল। তিনি গ্রাম পর্যায়ের খাদ্য সংকট নিয়ে উচ্চাকাংখা প্রকাশ করেছেন। স্কুল ইউনিফর্ম এবং অ-সমাজতান্ত্রিক চর্চার কথাও ছিল তার বক্তব্যে। ২০১১ সালে পিতার মৃত্যুর পর থেকেই তিনি দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন। উত্তর কোরিয়ার অর্থনীতি নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয়ভাবে এবং উৎপাদনের সব ক্ষেত্রই সরকারের হাতে। বরাবরই সরকার অর্থনীতির উন্নয়নকে গুরুত্ব ও প্রাধান্য দিয়ে এসেছে। ১৯৫৪ সাল থেকেই অর্থনৈতিক নীতি নির্ধারণ হয়ে থাকে সরকারের কিছু পরিকল্পনার মধ্য দিয়ে। শুরুতে গুরুত্ব দেওয়া হয়েছে যুদ্ধোত্তর দেশকে পুনর্গঠনে। একইসঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে রাসায়নিক ও ধাতব কারখানাকে। পরে সম্পদ আহরণ ও প্রযুক্তির দিকে নজর দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবছরের প্রথম অধিবেশন বসছে ১৬ জানুয়ারি
পরবর্তী নিবন্ধবছরের প্রথম দিনেই দোলার চমক