২০২১ সা‌লের ম‌ধ্যে বাংলা‌দেশ মধ্য আ‌য়ের দে‌শে উ‌ন্নীত হ‌বে: মোশাররফ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ব‌লেছেন, আমা‌দের প্রধানমন্ত্রী দিনক্ষণ ঠিক ক‌রে উন্নয়ন কাজ কর‌ছেন। প্রধানমন্ত্রী নির্ধারণ ক‌রে‌ছেন ২০২১ সা‌লের ম‌ধ্যে বাংলা‌দেশ মধ্য আ‌য়ের দে‌শে উ‌ন্নীত হ‌বে।

আমি মনে করি, নতুন বছর পেরোনোর আগেই আমরা মধ্যম আ‌য়ের দে‌শে উন্নীত হ‌বো।

সোমবার দুপু‌রে স্থানীয় সরকার বিভা‌গের সভাক‌ক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স‌ঙ্গে নতুন বছ‌রের শু‌ভেচ্ছা বি‌নিময়কা‌লে মন্ত্রী এ মন্তব্য ক‌রেন।

এ সময় মন্ত্রী ব‌লেন, এ বছর ব্যাপক কর্মযজ্ঞের বছর। বিগত বছ‌রে আমা‌দের মন্ত্রণাল‌য়ের সাফল্য ৯৭ শতাংশ। আমা‌দের কাজে ভুলত্রুটি থাক‌তে পা‌রে, ত‌বে সেটা ব্যাপক আকা‌রে নয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাফল্য তু‌লে ধ‌রে মন্ত্রী ব‌লেন, পাশ্ববর্তী দেশ ভার‌তে এখ‌নো ৪৬ শতাংশ মানুষ উন্মুক্তস্থা‌নে মলমূত্র ত্যাগ ক‌রেন। কিন্তু আমা‌দের ১৭ কোটি মানু‌ষের দে‌শে ১ শতাং‌শের নি‌চে মানুষ উন্মুক্ত স্থা‌নে মলমূত্র ত্যাগ ক‌রেন। কা‌জেই স্যা‌নি‌টেশন খা‌তে ব্যাপক উন্নতি ঘ‌টে‌ছে।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে ফুলেরপাড় প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব
পরবর্তী নিবন্ধঅস্তিত্বের স্বার্থেই বিএনপি নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে: কাদের