বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “ভিশন-২০২১” সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে ডিজিটাল মধ্য আয়ের বাংলাদেশ আত্মপ্রকাশ করবে।
গতকাল মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডের জেনেভায় এইড ফর ট্রেড গ্লোবাল রিভিউ-২০১৭ সম্মেলনের ‘এইড ফর ট্রেড ইন এশিয়া এন্ড দ্য প্যাসিফিক : প্রোমটিং কানেকটিভিটি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ শীর্ষক রাউন্ড টেবিল সেশনে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ডিজিটাল মধ্য আয়ের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপ অনেক এগিয়ে নিয়েছে বাংলাদেশকে। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে ১৩ কোটি ২০ লাখ মানুষ এখন মোবাইল ফোন ব্যবহার করছে, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ৬ কোটি ৭২ লাখ ৫০ হাজার। এছাড়া মোবাইল ফোনে বিপুল সংখ্যক মানুষ ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন সেবা গ্রহণ করছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশে পাঁচ হাজারের বেশি ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামের মানুষ ডিজিটাল সুবিধা ভোগ করছে। বাংলাদেশে এখন ই-কমার্সের জনপ্রিয়তা বাড়ছে। ইতিমধ্যে ৫০০’র বেশি কম্পানি অনলাইনে বাণিজ্য পরিচালনা করছে।
তিনি বলেন, সরকার তথ্য প্রযুক্তিকে অন্যতম রপ্তানি খাত হিসেবে চিহ্নিত করেছে। ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সরকার যে সকল খাতকে রপ্তানিতে উৎসাহিত করছে, তার মধ্যে তথ্য প্রযুক্তি অন্যতম। এটি একটি সম্ভাবনাময় আইটি সেক্টরে রপ্তানি দিন দিন বাড়ছে। আগামী ২০২১ সালের মধ্যে এ খাতে ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করে যাচ্ছে সরকার। দেশের বিপুল সংখ্যা শিক্ষিত ও দক্ষ যুবশক্তি এ সেক্টরে দক্ষতা ও সফলতার সাথে কাজ করে যাচ্ছে।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের সকল ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করার কাজ সফল ভাবে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন কাজের টেন্ডারের ৮০ ভাগ এখন অন-লাইন টেন্ডার পদ্ধতিতে হচ্ছে। কাগজবিহীন অফিস ব্যবস্থাপনার কাজ এগিয়ে যাচ্ছে। এলডিসিভুক্ত দেশগুলোতে এ ধরনের কাজ সম্পাদনের জন্য প্রয়োজন দক্ষ জনবল, অর্থ এবং কারিগরি সহযোগিতা। বিশ্বে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত কাজের ৮০ ভাগ এখনো দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ। মাত্র ২০ ভাগ আন্তঃদেশীয় ভাবে করা সম্ভব হচ্ছে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নলেজ ম্যানেজমেন্ট এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট এর ভাইস প্রেসিডেন্ট বামবাং সুসানতনোর সঞ্চালনায় এই রাউন্ড টেবিল বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কিরগিস্থানের মিনিস্টার অফ ইকোনমি আর্জিবেক কোঝোশিভ, সামোয়ার বাণিজ্য, শিল্প ও শ্রম বিষয়ক অ্যাসোসিয়েট মিনিস্টার টুইফাআসিসিনা মিসা লিসাটি লিলিইসিইয়াও পেলিমেনি এবং বিশ্ববাণিজ্য সংস্থায় স্থায়ী প্রতিনিধি মিজ টান ই ওয়ান।