২০১৮ সালের প্রথমার্ধ ব্যাংকগুলোর মূলধন বাড়লেও মুনাফা কমেছে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা বা ১০ শতাংশ। নূন্যতম মূলধনের ধারনের শর্ত পরিপালন ও মুনাফা বাড়ানোর লক্ষ্যে বোনাস শেয়ার ও রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে এই মূলধন বাড়ানো হয়েছে। তবে ব্যাংকগুলোর আগের বছরের তুলনায় ২০১৮ সালের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) ব্যবসায় নিট মুনাফা কমেছে প্রায় ৪০০ কোটি টাকা বা ১২ শতাংশ।
ব্যাংকগুলোর ২০১৮ সালের প্রথমার্ধের সমন্বিত আর্থিক হিসাব থেকে এসব তথ্য পাওয়া গেছে।২০১৭ সালের ৩০ জুন তালিকাভুক্ত ব্যাংকগুলোর পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল ২৫ হাজার ৩৩৯ কোটি ২৯ লাখ টাকা। যা চলতি বছরের ৩০ জুন বেড়ে দাড়িঁয়েছে ২৭ হাজার ৯০০ কোটি ২৫ লাখ টাকা। এ হিসাবে মূলধন বেড়েছে ২ হাজার ৫৬০ কোটি ৯৬ লাখ টাকা বা ১০.১১ শতাংশ।
অন্যদিকে ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন বাড়লেও আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে মুনাফা কমেছে ৩৯৪ কোটি ৫২ লাখ টাকার বা ১২.৩৮ শতাংশ। ব্যাংকগুলোর চলতি বছরের প্রথমার্ধের ব্যবসায় ২ হাজার ৭৯২ কোটি ৪৭ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। যার পরিমাণ ২০১৭ সালের প্রথমার্ধে হয়েছিল ৩ হাজার ১৮৬ কোটি ৯৯ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, একেক ব্যাংকের একেক কারনে মুনাফা কমতে পারে। তবে সাধারনত খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার কারনে নিট মুনাফা কমেছে।প্রথমার্ধের ব্যবসায় উত্থানের শীর্ষে এমটিবি, পতনে ওয়ান ব্যাংক
দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় ১৫টি বা ৫০ শতাংশ ব্যাংকের মুনাফা কমেছে। আর ১টি বা ৩.৩৩ শতাংশ ব্যাংকের লোকসান বেড়েছে। বাকি ১৪টি বা ৪৬.৬৭ শতাংশ ব্যাংকের মুনাফা বেড়েছে। তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩০২ কোটি ৭৫ লাখ টাকা মুনাফা হয়েছে ইসলামী ব্যাংকের। এরপরে ২৫৩ কোটি ৪১ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। তৃতীয় সর্বোচ্চ ২১৬ কোটি ৫৮ লাখ টাকা মুনাফা হয়েছে পূবালি ব্যাংকের।চলতি বছরের প্রথমার্ধে একমাত্র আইসিবি ইসলামিক ব্যাংক লোকসান করে সবার তলানিতে রয়েছে। ব্যাংকটির ২০ কোটি ৫৮ লাখ টাকা লোকসান হয়েছে। এরপরে সবচেয়ে কম মুনাফা হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। এ সময় ব্যাংকটির ৮ কোটি ৯১ লাখ টাকা মুনাফা হয়েছে। আর ১৩ কোটি ৩৬ লাখ টাকা নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন রূপালি ব্যাংকের ও ১৮ কোটি ১৭ লাখ টাকা নিয়ে তৃতীয় সর্বনিন্ম মুনাফা হয়েছে এক্সিম ব্যাংকের।
তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংকের সবচেয়ে বেশি পরিশোধিত মূলধন রয়েছে। ব্যাংকটির ২ হাজার ৬৫৪ কোটি ৯১ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৬১০ কোটি টাকার পরিশোধিত মূলধন রয়েছে ইসলামী ব্যাংকের। আর ১ হাজার ৪১২ কোটি ২৫ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে এক্সিম। বর্তমানে ১০টি ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার কোটি টাকার উপরে রয়েছে। ব্যাংকগুলো হল- ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্রাইম ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ব্যাংক এশিয়া।
২০১৮ সালের প্রথমার্ধ
ব্যাংকগুলোর মূলধন বাড়লেও মুনাফা কমেছে

মাসুদ মিয়া: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা বা ১০ শতাংশ। নূন্যতম মূলধনের ধারনের শর্ত পরিপালন ও মুনাফা বাড়ানোর লক্ষ্যে বোনাস শেয়ার ও রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে এই মূলধন বাড়ানো হয়েছে। তবে ব্যাংকগুলোর আগের বছরের তুলনায় ২০১৮ সালের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) ব্যবসায় নিট মুনাফা কমেছে প্রায় ৪০০ কোটি টাকা বা ১২ শতাংশ।
ব্যাংকগুলোর ২০১৮ সালের প্রথমার্ধের সমন্বিত আর্থিক হিসাব থেকে এসব তথ্য পাওয়া গেছে।২০১৭ সালের ৩০ জুন তালিকাভুক্ত ব্যাংকগুলোর পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল ২৫ হাজার ৩৩৯ কোটি ২৯ লাখ টাকা। যা চলতি বছরের ৩০ জুন বেড়ে দাড়িঁয়েছে ২৭ হাজার ৯০০ কোটি ২৫ লাখ টাকা। এ হিসাবে মূলধন বেড়েছে ২ হাজার ৫৬০ কোটি ৯৬ লাখ টাকা বা ১০.১১ শতাংশ।
অন্যদিকে ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন বাড়লেও আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে মুনাফা কমেছে ৩৯৪ কোটি ৫২ লাখ টাকার বা ১২.৩৮ শতাংশ। ব্যাংকগুলোর চলতি বছরের প্রথমার্ধের ব্যবসায় ২ হাজার ৭৯২ কোটি ৪৭ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। যার পরিমাণ ২০১৭ সালের প্রথমার্ধে হয়েছিল ৩ হাজার ১৮৬ কোটি ৯৯ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, একেক ব্যাংকের একেক কারনে মুনাফা কমতে পারে। তবে সাধারনত খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার কারনে নিট মুনাফা কমেছে।প্রথমার্ধের ব্যবসায় উত্থানের শীর্ষে এমটিবি, পতনে ওয়ান ব্যাংক
দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় ১৫টি বা ৫০ শতাংশ ব্যাংকের মুনাফা কমেছে। আর ১টি বা ৩.৩৩ শতাংশ ব্যাংকের লোকসান বেড়েছে। বাকি ১৪টি বা ৪৬.৬৭ শতাংশ ব্যাংকের মুনাফা বেড়েছে। তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩০২ কোটি ৭৫ লাখ টাকা মুনাফা হয়েছে ইসলামী ব্যাংকের। এরপরে ২৫৩ কোটি ৪১ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। তৃতীয় সর্বোচ্চ ২১৬ কোটি ৫৮ লাখ টাকা মুনাফা হয়েছে পূবালি ব্যাংকের।চলতি বছরের প্রথমার্ধে একমাত্র আইসিবি ইসলামিক ব্যাংক লোকসান করে সবার তলানিতে রয়েছে। ব্যাংকটির ২০ কোটি ৫৮ লাখ টাকা লোকসান হয়েছে। এরপরে সবচেয়ে কম মুনাফা হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। এ সময় ব্যাংকটির ৮ কোটি ৯১ লাখ টাকা মুনাফা হয়েছে। আর ১৩ কোটি ৩৬ লাখ টাকা নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন রূপালি ব্যাংকের ও ১৮ কোটি ১৭ লাখ টাকা নিয়ে তৃতীয় সর্বনিন্ম মুনাফা হয়েছে এক্সিম ব্যাংকের।
তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংকের সবচেয়ে বেশি পরিশোধিত মূলধন রয়েছে। ব্যাংকটির ২ হাজার ৬৫৪ কোটি ৯১ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৬১০ কোটি টাকার পরিশোধিত মূলধন রয়েছে ইসলামী ব্যাংকের। আর ১ হাজার ৪১২ কোটি ২৫ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে এক্সিম। বর্তমানে ১০টি ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার কোটি টাকার উপরে রয়েছে। ব্যাংকগুলো হল- ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্রাইম ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ব্যাংক এশিয়া।

পূর্ববর্তী নিবন্ধডিমসহ অধিকাংশ সবজির দাম কমলেও পেঁয়াজের দাম কমছে না
পরবর্তী নিবন্ধবুলগেরিয়ায় সড়ক দুর্ঘটনায় হতাহত : তিন মন্ত্রীকে বরখাস্ত