২০১৭ সালে ঘুরে দাড়িয়েছে ব্যাংক, ১৮ সাল হবে শীর্ষে যাওয়ার বছর : রূপালী ব্যাংকের এমডি

পপুলার২৪িনউজ,নিজস্ব প্রতিবেদক :
১৯৭২ সালে রূপালী ব্যাংকের জন্ম লগ্নে অত্র ব্যাংকের জন্য বটগাছ সম্বলিত একটি লোগো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্ধারণ করে দেন যা ১৯৭৭ সাল পর্যন্ত অপরিবর্তিত ছিল। সময়ের বিবর্তনে নানাবিধ প্রেক্ষাপটে ১৯৭৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় ২০ বার লোগোর ধরণ, আকৃতি, রং ও অবয়বের পরিবর্তন করা হয়েছিল যাতে ১৯৭২ সালের নির্ধারিত লোগোর মৌলিকত্ব অনেকাংশেই বিকৃতি ও বিচ্যুতি ঘটানো হয়েছিল। সর্বশেষ ২০০৯ সালে ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশনার প্রেক্ষিতে অত্র ব্যাংকের লোগো ও ব্র্যান্ডিং কালারের চুড়ান্ত রূপ লাভ করলেও ১৯৭২ সালের প্রাথমিক লোগোটি তার মৌলিকত্ব ফিরে পায়নি। ২০১৭ সাল পর্যন্ত বিদ্যমান ব্যাংকের লোগোটি নানাবিধ পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও উর্ধতন নির্বাহীগণ চলমান লোগোটির বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি দুর করে ১৯৭২ সালের মৌলিকরূপে প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহন করে। তারই প্রেক্ষিতে রূপালী ব্যাংকের লোগো, ব্রান্ডিং কালার ও লেখার ফ্রন্ট পর্ষদের সিদ্ধান্তক্রমে চূড়ান্ত হয়। এখন থেকে রূপালী ব্যাংকের লোগো হিসেবে পরিবর্তিত নতুন লোগোটি ব্যবহৃত হবে। ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান নতুন লোগোর মোড়ক উম্মোচন করেন। এমডি বলেন, ২০১৭ সাল ছিল রূপালী ব্যাংকের ঘুরে দাড়ানোর বছর, বছরটিতে সত্যিকার অর্থে ঘুরে দাড়িয়েছে ব্যাংক। লোকসান থেকে রেকর্ড পরিমাণ পরিচালন মুনাফা করেছে ব্যাংক। এ জন্য তিনি ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান। এমডি আরও বলেন ২০১৮ সাল হবে শীর্ষে যাওয়ার বছর। ইতোমধ্যে আমাদের লোকসানী শাখা ও খেলাপী ঋণ কমিয়ে আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন বলেন, গত বছর ছিল আমাদের জন্য অনেক বড় সাফল্যের বছর। এটি হয়েছে দক্ষ ব্যবস্থাপনা ও নেতৃত্বের কারণে। যার ফলে আমাদের লোকসানী শাখা অনেকাংশেই কমে এসেছে। রূপালী ব্যাংক অদূর ভবিষ্যতে আরও ভালো অবস্থানে যাবে উল্লেখ করে তিনি বলেন, এই ভালো অবস্থানে যাওয়া হবে সবার জন্য উদাহরণ। লোগো পরিবর্তন প্রসঙ্গে রূপালী ব্যাংকের চেয়ারম্যান বলেন, আগে যেটি ছিল তা দেখে মনে হতো না এটি কোন বটবৃক্ষ। নতুন লোগোতে যে বটবৃক্ষ দেয়া হয়েছে সেটির সঙ্গে আমাদের আবেগ-অনুভূতি জড়িয়ে আছে। এ সময় ডিএমডি হাসনে আলম, মোরশেদ আলম খন্দকার, জিএম কাইসুল হক, ওয়াকার আহমেদ খান, আলতাফ হোসেন, মাঈন উদ্দিন, মামুনুর রশীদ, অরুন কান্তি পাল, জাকিয়া সুলতানা, সাইদা খাতুনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নির্বাচনে যাবেই: খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধমৃত্যুদণ্ডের মুখোমুখি হবে বিক্ষোভকারীরা : ইরান