১ ফেব্রুয়ারি থেকে রাজধানীতে বেসিস সফটএক্সপো

পপুলার২৪নিউজ ডেস্ক:

9রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১-৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘বেসিস সফটএক্সপো’। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজনে ১১তম এই মেলার স্লোগান ‘ফিউচার ইন মোশন’।

এবারের সফটএক্সপোতে তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে ১০টির বেশি কারিগরি সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে সরকারি-বেসরকারি নীতিনির্ধারক, সংশ্লিষ্ট বিষয়ে দেশি-বিদেশি অভিজ্ঞ বক্তা/আলোচকেরা উপস্থিত থাকবেন।

আগ্রহী যে কেউ অনুষ্ঠানস্থলে কিংবা অনলাইনে নিবন্ধন করে বিনা মূল্যে কারিগরি সেশনে অংশ নিতে পারবেন। বেসিস সফটএক্সপোর ওয়েবসাইট (http://softexpo.com.bd/visitor/registration) থেকে আগ্রহীদের নিবন্ধন করতে হবে। বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধসংবিধান বহির্ভূত কোনো সংলাপ নয়: তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধপেনড্রাইভে ঢুকতে পারছেন না?