বরগুনা প্রতিনিধি: বরগুনায় এক কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।
বুধবার (২ মার্চ ) দিনগত রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌর মাছ বাজারে এই সাইজের একাধিক ইলিশ বিক্রি করতে দেখা যায়।
মাছগুলো স্থানীয় বিষখালী নদীতে ধরা পড়ে।
বরগুনা পৌর মাছ বাজারে খুচরা মৎস্য ব্যবসায়ী বলেন, ‘বিকেলে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের এক জেলে বড় সাইজের তিনটি ইলিশ মাছ বাজারে নিয়ে আসেন এবং পাইকারী দরে বিক্রি করেন। তার তিনটি ইলিশের মধ্য দুটি ইলিশের ওজন এক কেজি ৬০০ গ্রাম। ’
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘ইলিশ ধরায় নিষেধাজ্ঞা সফলভাবে সম্পূর্ণ হওয়ায় নদীতে রাজা ইলিশ ধরা পড়ছে। ’
তিনি আরও বলেন, ‘গত অভিযানগুলো সফলভাবে পরিচালনা হওয়ায় নদীতে এখন বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। ’