১৯ রান করে সাজঘরে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

হট ফেবারিট হয়েই হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে গুরুত্ব দিয়েই দেখছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

এই তিন ম্যাচ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। যা জিতলে বিশ্বকাপ বাছাই পর্ব উতড়ে যাওয়ার সুযোগ মিলবে।

সর্বোচ্চ ৩০ পয়েন্ট যোগাড় করাই লক্ষ্য তামিমের। কিন্তু মাঠে দেখা গেল অন্য চিত্র।

নিজের ও দলের খাতা শূন্য রেখেই আউট হয়ে গেলেন তামিম। ওয়ান ডাউনে নেমে ভালোই ব্যাট চালাচ্ছিলেন সাকিব।

বেশ কিছুদিন ধরে ফর্ম নেই তার। এই ম্যাচ দিয়ে ফর্মে ফেরার ইঙ্গিতও দিচ্ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

কিন্তু বেশি দূর যেতে পারলেন না। ২৫ বলে ১৯ রান করে বিদায় নিলেন তিনিও।

৮.২ ওভারে সেই মুজারাবানির দ্বিতীয় ডেলিভারিটি স্কয়ার কাট করতে গিয়ে কভারে বার্লের হাতে সহজ ক্যাচ তুলে দেন সাকিব।

এর আগে মুজারাবানির শিকার ওপেনার তামিম। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফেরালেন অধিনায়ক তামিমকে। মুজারাবানির বলে উইকেটরক্ষক চাকাভার হাতে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে আউট হন বাংলাদেশ অধিনায়ক।

৭ বল মোকাবিলা করে রানের খাতাই খুলতে পারেননি তিনি।

এ প্রতিবেদন লেখার সময় ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৭ রান।

১২ বল খেলে রানের খাতা খুলেছেন ওপেনিংয়ে নামা লিটন দাস। ৯ বলে ৭ রানে ব্যাট করছেন সাকিব।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার কারাবন্দি দিবস আজ
পরবর্তী নিবন্ধখুলনা বিভাগে করোনায় আরো ৩২ জনের মৃত্যু