পপুলার২৪নিউজ ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ম্যাচে ৪ উইকেট শিকার করায় ১৯ ধাপ এগিয়ে আইসিসি ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ওয়ানডে বোলারদের শীর্ষে রয়েছেন ট্রেন্ট বোল্ট।
৬ নম্বরে রয়েছেন এই ফরম্যাটে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব আল হাসান।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারা সিরিজে দুটি ম্যাচে খেলেন বাংলাদেশের কাটার মাষ্টার মুস্তাফিজ। ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে ৬২ রানে ২টি আর নেলসনে তৃতীয় ওয়ানডেতে ৩২ রানে ২টি উইকেট নেন তিনি। এর ফলে র্যাংকিংয়ে ১৯ ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে ২৯ নম্বরে পৌঁছে যান তিনি।
এদিকে নিউ জিল্যান্ডের কাছে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হেরে পয়েন্ট খুইয়েছে। তবে ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। ৯৫ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা মাশরাফি বিন মুর্তজার দল ৯১ পয়েন্ট নিয়ে সাত নম্বরেই আছে। ৮ নম্বরে থাকা পাকিস্তানের (৮৯) সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান নেমে এসেছে দুইয়ে।