১৯ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
6বগুড়ার ধুনট উপজেলা থেকে অপহরণের ১৯ দিন পরে জিম্মি স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুনানি শেষে রবিবার দুপুর ১২টার দিকে গ্রেপ্তার অপহরণ মামলার প্রধান আসামি আফিজার রহমানকে (২২) কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে শনিবার রাতে শেরপুর-ধুনট মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আফিজ‍ার উপজেলার নিমগাছি গ্রামের আব্দুল জলিল প্রামাণিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, নিমগাছি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে প্রায় ৬ মাস ধরে উত্ত্যক্ত একই গ্রামের আব্দুল জলিলের ছেলে আফিজার রহমান। ওই ছাত্রীর অভিভাবকরা অভিযোগ জানালে ক্ষুব্ধ হয়ে গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির পাশের রাস্তা থেকে ওই ছাত্রীকে অপহরণ করে আফিজার ও তার সহযোগিরা।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ধুনট থানায় আফিজার রহমানসহ পাঁচজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মেডিকেল চেকআপের জন্য অপহৃত স্কুলছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদপুরে ছুরিকাঘাতে যুবক খুন
পরবর্তী নিবন্ধআততায়ীর গুলিতে মন্ত্রী নিহত