১৭০ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত

এছাড়া বরিশাল বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল মারা গেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন।

বাংলাদেশে মারা যাওয়া ১০১ জন কোভিড-১৯ রোগীর মধ্যে তিনিই একমাত্র চিকিৎসক।

বিডিএফের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ডা. নিরুপম বলেন, মানসম্মত সুরক্ষা উপকরণের অভাব এবং রোগীরা তথ্য গোপন করায় চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন বলে মনে করছেন তারা।

আমরা মনে করি ফল্টি পিপিইর কারণে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে। পিপিই নাই এ কথা আমরা বলছি না। কিন্তু মানসম্মত পিপিইর অভাব রয়েছে। এছাড়া রোগীরা হাসপাতালে এসে তথ্য গোপন করছেন, চিকিৎসকরা আক্রান্ত হওয়ার এটাও বড় কারণ বলে মনে করি। এই সঙ্কটকালে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিতের উপর জোর দিয়েছে বিডিএফ।

পূর্ববর্তী নিবন্ধত্রাণ নিলে লাগাতে হবে কমপক্ষে ৫টি গাছ
পরবর্তী নিবন্ধঢাকায় করোনায় আক্রান্ত যুবকের ময়মনসিংহে মৃত্যু