১৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক

পপুলার২৪নিউজ ডেস্ক :
১৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক
বাগেরহাটের মোরেলগঞ্জে আপন ভাইসহ পৃথক দু’টি হত্যা মামলায় ফাঁসি ও যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামি ইলিয়াস শেখকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চিংড়াখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আদালতে রায় ঘোষনার ১৬ বছর পর সে র‌্যাবের হাতে আটক হলো। র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, ১৯৯৯ সালে চিংড়াখালী গ্রামের মৃত আসমত আলী শেখের ছেলে ইলিয়াস শেখ (৪৮) তার বড় ভাইকে হত্যা করে। মামলায় জামিন নিয়ে সে ২০০০ সালে সৌদি আরবে চলে যায়। দেশে ফিরে আবারো একই এলাকার তরিকুল নামে এক ব্যাক্তিকে হত্যা করে। ২০১১ সালে বাগেরহাট দায়রা জজ আদালত পৃথক ওই দু’টি হত্যা মামলায় ইলিয়াসকে মৃত্যুদন্ড ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এর পরে সে নাম পরিবর্তন করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। সম্প্রতি বাড়িতে এসে একটি বাহিনী গড়ে তোলেন ইলিয়াস। র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া এসব তথ্য যাচাই শেষে তাকে আটক করে।

আটক ইলিয়াস শেখকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান কমান্ডার মো. জাহিদ।

পূর্ববর্তী নিবন্ধ৫০ ঘণ্টা বিদ্যুৎহীন শিবগঞ্জ, ভোগান্তিতে ১৪ হাজার গ্রাহক
পরবর্তী নিবন্ধআরও দুর্বল হলো ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা