পপুলার২৪নিউজ ডেস্ক:
আগামী ১৬ জানুয়ারি থেকে ভারতে করোনা টিকা দেওয়া শুরু হবে। শনিবার বিকালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রাথমিকভাবে প্রায় ৩০ কোটি মানুষকে টিকা প্রদান করা হবে। সর্বপ্রথম টিকা পাবেন প্রায় তিন কোটি স্বাস্থ্যকর্মীসহ প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধারা।
তারপর পঞ্চশোর্ধ্ব মানুষ এবং কো-মর্বিডিটি থাকা ৫০ বছরের থেকে কম বয়স্ক মানুষকে টিকা প্রদান করা হবে।
গত রোববার ভারত সরকারের পক্ষ থেকে জরুরি ব্যবহারের জন্য দুটি টিকার অনুমোদন দেওয়া হয়।
এ দুটি টিকা হচ্ছে ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’ এবং অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের তৈরি সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত টিকা ‘কোভিশিল্ড’।
ভারতের পুনেভিত্তিক সেরাম ইনস্টিটিউট কোভিশিল্ড টিকা উৎপাদন করছে।
আগামী শনিবার থেকে করোনা টিকা প্রদান শুরু হলেও ইতিমধ্যে দু’দফায় দেশব্যাপী মহড়া চালানো হয়েছে। সর্বশেষশুক্রবার ৩৩টি রাজ্যের ৪ হাজার ৮৯৫ জায়গায় এ মহড়া দেওয়া হয়।