১৬৮ কোটি টাকায় সৌদি ক্লাবে লিভারপুল অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : স্টিভেন জেরার্ডের অবসরের পর থেকে লিভারপুলের নেতৃত্বটা সামলেছেন জর্ডান হেন্ডারসন। সবকিছু ঠিক থাকলে নতুন শুরু হতে চলা মৌসুমেও অলরেডদের তিনিই নেতৃত্ব দিতেন। কিন্তু এবার দীর্ঘ এক যুগের চলায় অলরেডদের সঙ্গে বিচ্ছেদ ঘটতে চলেছে হেন্ডারসনের। সৌদি ক্লাবে পাড়ি জমাচ্ছেন এই ইংলিশ। একই লিগে তার সঙ্গী হতে পারেন ব্রাজিলিয়ান তারকা ফ্যাবিনিয়োও।

২০১১ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর শুরুতে খেলা দিয়ে সমর্থকদের মন জয় করতে পারেননি হেন্ডারসন। তবে সময়ের সঙ্গে পরিশ্রম করে নিজেকে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা মিডফিল্ডারে পরিণত করেছেন তিনি। একসময় অলরেড সমর্থকদের মন জয় করে নেন। তারপর কিংবদন্তি স্টিভেন জেরার্ড অবসর নিলে ২০১৫ লিভারপুলের অধিনায়ক হন হেন্ডারসন। অবশেষে এক যুগ পর লিভারপুল ছাড়ছেন ক্লাবটির কিংবদন্তি হয়ে। সৌদি লিগের দল আল ইত্তিফাকে যোগ দিচ্ছেন লিভারপুল অধিনায়ক।

লিভারপুলের কিংবদন্তি স্টিভেন জেরার্ড এখন আল ইত্তিফাকের কোচ। সেই জেরার্ডের ক্লাবেই যাচ্ছেন অলরেডদের ভালোবাসার হেন্ডো। ১২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে বিক্রি করতে সম্মত হয়েছে লিভারপুল। তাকে বিক্রি করতে সম্মত হওয়াতেই জার্মানিতে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে হেন্ডারসনকে স্কোয়াডেও রাখেনি লিভারপুল।

হেন্ডারসনের সঙ্গে প্রাথমিকভাবে ২ বছরের জন্য চুক্তি করছে লিভারপুল। তবে চাইলেই চুক্তির মেয়াদ বাড়াতে পারবেন আরও এক বছর। তার পারিশ্রমিকের অঙ্ক নিশ্চিত হওয়া না গেলেও ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, লিভারপুলে যে পারিশ্রমিক তিনি পান, তার চেয়ে অনেক বেশি পারিশ্রমিক তিনি সৌদি ক্লাবটিতে পারেন। লিভারপুলে সপ্তাহে ২ লাখ পাউন্ড পারিশ্রমিক পান হেন্ডারসন।

২০১১ সালে ২ কোটি পাউন্ডের বিনিময়ে স্যান্ডারল্যান্ড থেকে হেন্ডারসনকে লিভারপুল দলে ভেড়ায়। এরপর ক্লাবটির হয়ে ৪৯১ ম্যাচে ৩৩ গোলের পাশাপাশি ৫৮টি অ্যাসিস্টও করেছেন তিনি। তার নেতৃত্বেই লিভারপুল ২০১৯-২০ মৌসুমে দীর্ঘ ৩০ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতে। ২০১৯ সালে তার নেতৃত্বেই আসে লিভারপুলের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

এদিকে লিভারপুলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্যাবিনিয়োরও ক্লাব ছাড়ার সম্ভাবনা রয়েছে। সৌদি লিগেরই আরেক ক্লাব আল ইত্তিহাদে যোগ দিতে পারেন তিনি। ৪০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুল এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ছাড়তে রাজি হয়েছে বলে জানা গেছে। তার ব্যক্তিগত দাবিদাওয়া নিয়েও ক্লাবটির সঙ্গে তিনি সম্মত হয়েছেন বলে জানা গেছে।

২০১৮ সালে লিগ ওয়ানের ক্লাব মোনাকো থেকে ৩৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফ্যাবিনিয়োকে লিভারপুল দলে ভেড়ায়। ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগসহ বেশ কিছু শিরোপা জিতেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে হত্যার দায়ে ৮ জনের মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধমেসির জন্য বদলে ফেলা হবে মাঠের ঘাস!