১৫ বছরেও অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি খেলেননি, মনে করালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ১১ বছর পর বিশ্বমঞ্চে দলকে নেতৃত্বও দেবেন সাকিব আল হাসান।

কিন্তু এত দীর্ঘ পথচলাতেও কখনো অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি সাকিব।

এ নিয়ে আফসোস তার থাকারই কথা। বিশ্বকাপ শুরুর আগে শনিবার মেলবোর্নে হয়েছে ‘ক্যাপ্টেন্স মিডিয়া ডে’। ১৬ দেশের প্রতিনিধিই ছিলেন সেখানে। বাংলাদেশের প্রতিনিধি হয়ে যাওয়া সাকিব আল হাসানের কাছে অনুষ্ঠানের শেষদিকে সঞ্চালকের প্রশ্ন, কেমন হবে আপনাদের খেলার ধরণ?

জবাবে সাকিব বলেছেন, ‘আমাদের দলটা রোমাঞ্চকর। দলের বেশিরভাগ ক্রিকেটারই নতুন। এটা তাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। আমরা সবাই অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলব। ’

‘আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। ক্রাইস্টচার্চে আমরা খুব ভালো দুটি দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলেছি। অস্ট্রেলিয়ায় ভালো করতে কী করতে হবে, সেটা আমরা এখন জানি। ভালো করতে পর্যাপ্ত প্রস্তুতিও আছে আমাদের। ’

সাকিবের কথা শুনে একরকম বিস্মিতই হন সঞ্চালক। বাংলাদেশি তারকাকে বললেন, তারা যে এতদিনেও অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি খেলেননি; এটা জানতেনই না তিনি। সঞ্চালকের কথা শুনে হাসতে হাসতে সাকিব মনে করিয়ে দেন, ‘হ্যাঁ, আর আমি ১৫ বছর ধরে ক্রিকেট খেলছি!’

পূর্ববর্তী নিবন্ধহ্যারি পটারের হ্যাগ্রিড আর নেই
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের দর্শকদের ওমরাহর সুবিধা দিচ্ছে সৌদি সরকার