স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন নিয়েই ব্যাট-বল হাতে বাইশ গজে ছুটে দেশের হাজার হাজার ছেলে-মেয়ে। কয় জনেরই বা সেই স্বপ্ন পূরণ হয়! তবে এমন অনেকেই আছেন যারা কৈশোর পেরোনোর আগেই জাতীয় দলের ক্যাপ পেয়ে যান। এই তালিকারই একজন হাবিবা ইসলাম।
আজ সিলেটে ভারত নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন হাবিবা। লাল-সবুজের জার্সিতে প্রথমবার খেলতে নামার সময় তার বয়স ১৪ বছর ৩৪০ দিন। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে রেকর্ডের তালিকায় তিনি দুইয়ে।
দেশের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে রাবেয়া খানের। ২০১৯ সালে পোখারায় নেপালের বিপক্ষে অভিষেকের দিন তার বয়স ছিল ১৪ বছর ২৬৮ দিন। এ ম্যাচের দলে আছেন এই লেগ স্পিনার।
সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ডটি জার্সির নিয়া গ্রেগের। ২০১৯ সালে ফ্রান্সের বিপক্ষে অভিষেকের দিন তার বয়স ছিল মাত্র ১১ বছর ৪০ দিন।
আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে সে রেকর্ড আয়ারল্যান্ডের গ্যাবি লুইসের, ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩ বছর ১৬৬ দিনে অভিষেক হয়েছিল পরবর্তী সময়ে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়া এ লেগ স্পিন অলরাউন্ডারের।