১৪ বছর পর জ্যামাইকায় বাংলাদেশ

পপুলার২৪নিউজ ডেস্ক :

১৪ বছর পর জ্যামাইকায় প্রথম টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট সাকিবরা খেলবেন অ্যান্টিগায়।

প্রথম টেস্ট শুরু হবে ৪ জুলাই। দ্বিতীয় টেস্ট জ্যামাইকার স্যাবাইনা পার্কে।

এ ছাড়া ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তিনটি করে ওডিআই এবং টি ২০ আন্তর্জাতিক ম্যাচও খেলবে বাংলাদেশ। প্রথম দুটি ওডিআই গায়ানায়। সেখানে শেষবার বাংলাদেশ খেলেছিল ২০০৭ বিশ্বকাপে।

শেষ দুটি টি ২০ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। বাংলাদেশের এটি চতুর্থ সফর ওয়েস্ট ইন্ডিজে।

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ

৪-৮ জুলাই : প্রথম টেস্ট (অ্যান্টিগা)

১২-১৬ জুলাই : দ্বিতীয় টেস্ট (জ্যামাইকা)

২২ জুলাই : প্রথম ওডিআই (গায়ানা)

২৫ জুলাই : দ্বিতীয় ওডিআই (গায়ানা)

২৮ জুলাই : তৃতীয় ওডিআই (সেন্ট কিটস)

৩১ জুলাই : প্রথম টি ২০ (সেন্ট কিটস)

৪ আগস্ট : দ্বিতীয় টি ২০ (ফ্লোরিডা)

৫ আগস্ট : তৃতীয় টি ২০ (ফ্লোরিডা)

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু স্যাটেলাইট সফল উৎক্ষেপনই প্রমান করে বাংলাদেশ উন্নত বিশ্বের রোল মডেল : ফারুক খান
পরবর্তী নিবন্ধট্রাম্পের সাথে বৈঠক বাতিলের হুমকি উ. কোরিয়ার