পপুলার২৪নিউজ ডেস্ক :
সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর বেঁধে দেয়া ১৩ দফা শর্তের জবাব দিতে কুয়েতে পৌঁছেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি।
এর আগে সন্ত্রাসবাদে অর্থায়ন ও ইরান ঘনিষ্ঠতার অভিযোগসহ ওই ১৩ শর্তের জবাবের জন্য কাতারকে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়। রবিবার তা বাড়িয়ে দোহাকে আরও ৪৮ ঘণ্টার সময় দেয় সৌদি আরব ও তার মিত্ররা।
আর তাই সৌদি জোটের ১৩ শর্তের জবাবে নিজেদের অবস্থান পরিষ্কার করতে ও অভিযোগের জবাব দিতে এখন কুয়েতে আল থানি।
বার্তাসংস্থা এএফপি জানায়, কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি কুয়েতে সংক্ষিপ্ত সফরে গিয়ে ১৩ শর্তের জবাব হস্তান্তর করেছেন। কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন ৪টি দেশের কূটনৈতিক সম্পর্কচ্ছেদের জেরে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কুয়েত। -সূত্র: বিবিসি ও এএফপি