১২ ডিসেম্বর থেকে শেখ হাসিনার নির্বাচনী প্রচার শুরু

পপুলার২৪নিউজ প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ১২ ডিসেম্বর টুঙ্গিপাড়া থেকে আওয়ামী লীগ সভানেত্রী আনুষ্ঠানিকভাবে  শেখ হাসিনা নির্বাচনী প্রচার শুরু করবেন । সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিরতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নানক একথা জানান।

তিনি বলেছেন, বুধবার সকালে তিনি (শেখ হাসিনা) সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাবেন। সেখানে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর নির্বাচনী প্রচারণার কাজ ‍শুরু করবেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বুধবার সকালে নিজ এলাকায় একটি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি। দুপুরে কোটালীপাড়ায় আরেকটি জনসভায় অংশ নেবেন। এরপর থেকে নির্বাচনী প্রচারের কাজে দেশের বিভিন্ন জায়গায় যাবেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে থাকুক, তারা সরে যাক এটা চাই না। তবে নির্বাচনে তারা জনগণের ভোট পাবে না এবং নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচন বানচালের জন্য নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশেয়ারবাজার শক্তিশালী করতে ডিবিএ কাজ করে যাচ্ছে: শাকিল রিজভী
পরবর্তী নিবন্ধবিএনপি প্রার্থী আজগরের ভোট আটকে গেল আপিলেও