১১ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে ৪৫ ট্রাক ত্রাণ বিতরণ করবেন খালেদা

পপুলার২৪নিউজ নিজস্ব প্রতিবেদক :
মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১১ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে ৪৫ ট্রাক নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান অর্থসূচককে এ তথ্য জানান।

 

শায়রুল কবির বলেন, আজ সোমবার সকাল ৯ টায় ত্রাণের ট্রাকগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাস। সকাল সাড়ে ১০টা থেকে খালেদা জিয়া ত্রাণের একটি অংশ উখিয়ার ময়নাগর এলাকা থেকে শুরু করে চারটি স্পটে রোহিঙ্গাদের মাঝে বিতরণ করবেন।

এছাড়া ৫ হাজার শিশু খাদ্য ও প্রসূতি সামগ্রী বিতরণ করেবেন খালেদা জিয়া জানান শায়রুল।

এর আগে রোববার রাত ৮টার দিকে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘ গাড়িবহর নিয়ে দলীয় নেতা-কর্মী ও জনতার বিশাল ভিড় পার হয়ে টানা আট ঘণ্টায় কক্সবাজারে আসেন তিনি।

উল্লেখ, গত ২৫ আগস্ট থেকে প্রায় ৬ লাখ রোহিঙ্গা মিয়ানমারের সেনা ও পুলিশ বাহিনীর নির্যাতনের মুথে জীবনের ভয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশের কক্সবাজার ও বান্দরবান জেলায় প্রবেশ করেছে।

রোহিঙ্গাবিরোধী মিয়ানমার সেনাবাহিনীর অভিযানকে জাতিসংঘ ‘জাতিগত নিধন’ হিসাবে চিহ্নিত করেছে।

আন্তর্জাতিক ব্যাপক চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের প্রত্যাবসনের অঙ্গীকার করেছে। যারা সেদেশের বাসিন্দা হিসেবে প্রমাণ দেখাতে পারবেন শুধুমাত্র তাদেরকেই ফেরত নেওয়া হবে বলে দেশটির নেত্রী অং সান সু চি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকাতালোনিয়ার স্বাধীনতার বিষয়ে বাংলাদেশের অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে স্পেন
পরবর্তী নিবন্ধবিএনপির সাবেক সংসদ সদস্য ওহাবের ৮ বছরের কারাদণ্ড