১১ রানে ৭ উইকেট ভারতের!

পপুলার২৪নিউজ ডেস্ক:
বর্তমান সময়ে সবচেয়ে ভালো ব্যাটিং লাইনআপ ধরা হয় ভারতের। বিশেষ করে ভারতের অধিনায়ক রিবাট কোহলির অতি দানবীয় ইনিংস প্রতিপক্ষের জন্য বড় দুশ্চিন্তার কারণ। তাছাড়া চেতেশ্বর পূজারা, মুরালি বিজয় ও লোকেশ রাহুলের মতো ব্যাটসম্যানরাও কম যান না।

এতো লম্বা ব্যাটিং লাইন নিয়েও সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দেয়া ২৬০ রানের জবাবে ১০৫ রানেই অলআউট হয়েছে ভারত। সবচেয়ে বড় বিষয় হল ভারতের শেষ ৭ উইকেটের পতন হয়েছে মাত্র ১১ রানে।

আর ভারতের ইনিংস একাই গুড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার বোলার স্টিভ ও’ক্যাফে। তিনি মাত্র ৩৫ রান খরচায় তুলে নেন ৬ উইকেট। দুটি পান মিশেল স্টার্ক। আর বাকি দুই উইকেট ভাগ করে নেন জশ হ্যাজলেউড ও নাথান লায়ন।

৯৪ রানে ৩ উইকেট ছিল ভারতের। সেখান থেকে ১০৫ রানে অলআউট হয় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন ওপেনার লোকেশ রাহুল। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান অজিঙ্কা রাহানে আর ১০ রান করেছেন মুরালি বিজয়। বাকিরা দুই অংকই ছুঁতে পারেননি। অধিনায়ক বিরাট কোহলি প্রায় ৩০ মাস পর শূন্য রানে আউট হয়েছেন।

ভারতের এমন ব্যাটিং বিপর্যয় ঘটেছিল ২৭ বছর আগে। ১৯৯০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ রানে শেষ ৭ উইকেট হারিয়েছিল ভারত।

পূর্ববর্তী নিবন্ধউত্তরা থেকে দুই জনের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে ১১ কংগ্রেস সদস্যের চিঠি