১১ মাস পর ফিরলেন বুমরাহ, ভারতীয় দলে দুই অভিষেক

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে মাঠের বাইরে প্রায় এক বছর (১১ মাস)। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নামলেন ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ।

ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরেছেন বুমরাহ, সেটাও আবার অধিনায়ক হয়ে।

 

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছেন বুমরাহ। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক। অর্থাৎ আইরিশরা ব্যাট করবে।

ভারত এই ম্যাচে দুজনের অভিষেক করাচ্ছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন রিঙ্কু সিং এবং প্রসিধ কৃষ্ণা।

 

আয়ারল্যান্ড একাদশ
পল স্টারলিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, লরকান টাকার, হ্যারি টেক্টর, কুর্তিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, মার্ক এডায়ার, বেরি ম্যাকার্থি, ক্রেইগ ইয়ং, জশ লিটল, বেন হোয়াইট।

ভারতীয় একাদশ
জশস্বী জ্যাসওয়াল, রুতুরাজ গাইকদ, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ, রবি বিষ্ণুই, জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক), প্রসিধ কৃষ্ণা।

 

পূর্ববর্তী নিবন্ধএমএলএস ইউরোপিয়ান মানের হওয়ার দ্বারপ্রান্তে: মেসি
পরবর্তী নিবন্ধকানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে জরুরি অবস্থা